বিদেশে যেতে পারছেনা মাদারীপুরের শত শত প্রবাসী
- আপডেট সময় : ০৯:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ছুটিতে এসে, করোনা পরিস্থিতির কারণে এখন বিদেশে যেতে পারছেনা মাদারীপুরের শত শত প্রবাসী। জেলার প্রায় প্রতিটি গ্রামেই আটকে পড়েছে অসংখ্য বিদেশ ফেরত মানুষ। দীর্ঘদিন কাজ না থাকায় বাড়ছে ঋণে বোঝা। দুই মাথায় নিয়ে মানবেতর জীবন-যাপন করছে তাদের পরিবারগুলো। জেলার অর্থনীতির মূল চাবিকাঠিও এই প্রবাসীদের আয়ের উৎস।
জমি-জমা বিক্রি করে ও ঋণ নিয়ে সুখের আশায় বিদেশ পাড়ি জমায় জাফর কাজী। কয়েক বছর পর মালয়েশিয়া থেকে ছুটিতে বাড়িতে আসেন তিনি। এখনো শেষ হয়নি ঋণের বোঝা। দেশে এসে করোনা পরিস্থিতির কারণে আর যেতে পারছেন না বিদেশে। সংসারের অভাব মেটাতে বাধ্য হয়ে চা বিক্রি করছে সে।
জাফর কাজীর মতো শত শত প্রবাসী দেশে আটকে পড়েছেন। ঋণের বোঝা ও সংসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। দ্রুত বিদেশ যেতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
দুশ্চিন্তায় পড়েছেন পরিবারের অন্যরাও। সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসক। সরকার দ্রুত বিদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা অথবা প্রবাসীদের জন্য দেশে কর্মসংস্থানের উদ্যোগ নেবে বলে আশা করে, ভুক্তভোগীরা।