বিদেশ থেকে আসা সব যাত্রী বিমানবন্দরে স্ক্রিনিংয়ের আওতায়
- আপডেট সময় : ০৬:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
শুধু চীন নয়, বিদেশ থেকে আসা সব ফ্লাইটের যাত্রীদের বিমান বন্দরে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। দুপুরে প্রতিষ্ঠানটির সভাকক্ষে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এতে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান আইইডিসিআর পরিচালক। বলেন, অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এটা করা হচ্ছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের হিসেবে , ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও দেশটিতে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৩৪ হাজার ৫৪৬ জন। এতে পুরো বিশ্বজুড়েই বিরাজ করছে করোনা আতঙ্ক। এমন পরিস্থিতিতে মহাখালীর রোগতত্ত্ব ইনস্টিটিউট- আইইডিসিআর’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশে করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য। ইনস্টিটিউটের পরিচালক জানান, এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসের রোগী নেই। অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে বিদেশ থেকে আসা সব যাত্রীদের বিমানবন্দরে স্ক্রিনিংয়ের আওতায় আনা হয়েছে।
তিন জানান,এখন পর্যন্ত চীন থেকে আসা ৮ হাজার ৪ শত ৮৪ জনকে স্ক্রিনিং করা হয়েছে।কোয়ারেন্টাইনে হজক্যাম্পে থাকা ৩০১ জন ও সিএমএইচ-এ ১১ জন সবাই সুস্থ আছেন বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।