বিদ্যুতের ট্রান্সফরমার ও মটর চুরির হিড়িক
- আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৫ বার পড়া হয়েছে
নেত্রকোনায় বিদ্যুতের ট্রান্সফরমার ও সেচ কাজে ব্যবহৃত মটর চুরির হিড়িক পড়েছে। এ ঘটনায় ইরি-বোরো মওসুমে জমিতে পানিসেচ দিতে না পেরে বিপাকে কৃষকরা। সময়মতো জমিতে প্রয়োজনীয় সেচ দিতে না পারলে ফসলহানির আশংকা করছেন তারা।
স্থানীয়রা জানান, জেলার ১০ উপজেলায় ইরি-বোরো ধান আবাদ শুরু হয়েছে। এজন্য পানিসেচ দিতে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎচালিত মটর। এই সুযোগে জেলাসদর ও পূর্বধলাসহ বিভিন্ন উপজেলার হাওর এলাকা থেকে প্রতিরাতে চুরি হয়ে যাচ্ছে ট্রান্সফরমার ও মটর। জমিতে দিনরাত পাহারাদার বসাতেও আবার প্রতিমাসে মটরের দামের বেশী খরচ পড়ে যাচ্ছে। পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার জানান, এ বিষয়ে থানায় অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, বোরো মৌসুম আসলে ধানচাষের মৌসুম নয়। আমন বা বর্ষা মৌসুমই হচ্ছে ধানচাষের প্রকৃত মৌসুম। কিন্তু বাংলাদেশে এখন বোরোই ধানচাষের প্রধান মৌসুম হয়ে ওঠায় এ সমস্যা তৈরি হয়েছে। এতে শুধু চাষীদের খরচই বাড়ছে না, ভূগর্ভস্থ পানির উপরও ব্যাপক চাপ পড়ছে। অন্যদিকে দেশে বিদ্যুৎ ও ডিজেল খরচও অনেক বেড়ে গেছে।