বিদ্যুতের প্রিপেইড মিটার এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে

- আপডেট সময় : ১০:০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বিদ্যুতের প্রিপেইড মিটার এখন বাংলাদেশেই তৈরি হচ্ছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও চীনের হেক্সিং ইলেক্ট্রিক্যাল কোম্পানি- বেসকো যৌথভাবে এ কাজ শুরু করেছে। এরই মধ্যেই ডিপিডিসি ও ওজোপাডিকোকে ১ লাখ ৭০ হাজার মিটার সরবরাহের আদেশ পেয়েছে কোম্পানীটি।
খুলনার সাচিবুনিয়ায় ২৮ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম প্রিপেইড মিটার তৈরির কারখানা। ২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ-চীন যৌথ বিনিয়োগে অনুমোদন পায় বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড।গেল জানুয়ারি থেকে বাণিজ্যিক প্রিপেইড মিটার তৈরি শুরু করেছে তারা। প্রাথমিক পর্যায়ে চীন থেকে যন্ত্রাংশ এনে এখানে প্রতিস্থাপন হচ্ছে। বর্তমানে প্রতিদিন ২ হাজার করে মাসে ৬০ হাজার মিটার উৎপাদনে সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির।
পণ্যের গুনগত মান বজায় রাখতে ১১টি ধাপে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে।এরই মধ্যেই নেদারল্যান্ড কেমা ও যুক্তরাষ্ট্রের ইউআরএল থেকে মান নিয়ন্ত্রণ সনদও মিলেছে। কোম্পানীটি পূর্ণাঙ্গ চালু হলে বৈদেশিক মুদ্রা ব্যয় সংকোচন হবে– বলছে কর্তৃপক্ষ। দেশে বর্তমানে বিদ্যুৎ সংযোগে থাকা ৩ কোটি ৭০ লাখ গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। আর প্রতিটি মিটারের গড় বিক্রয় মূল্য চার হাজার টাকা হিসেবে দেশে প্রিপেইড মিটারের বাজার রয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকার।