বিদ্যুৎ বিভ্রাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের
- আপডেট সময় : ০২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিভ্রাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিনাজপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের। আর্থিক খাতেও মন্দাভাব। এমন পরিস্থিতিতে নাকাল অবস্থা মানুষের। সংশ্লিষ্টরা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ ঠিক থাকলেও বিদ্যুৎ সঞ্চালন লাইনের ত্রুটিজনিত কারণে এ সমস্যা।
আগামী নভেম্বর মাসের ১৪ তারিখ থেকে এসএসসি এবং ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এমনিতেই করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত এসব পরীক্ষার্থী। চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ঘণ-ঘণ বিদ্যুৎ বিভ্রাট দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের।
এ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরাও। অতিমাত্রায় বিদ্যুৎ নির্ভরতা ভোগান্তিকে ফেলেছে স্থানীয়দের। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। বিকিকিনি কমে গেছে দোকানগুলোতেও জানালেন ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছে বিদ্যুৎ সঞ্চালন ও সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় এই বিদ্যুৎ বিভ্রাট।জেলায় বিদ্যুত উন্নয়ন বিভাগের আওতায় গ্রাহক রয়েছে প্রায় ৭৫ হাজার। আর ২৪ ঘন্টায় চাহিদা ৪৪ মেগাওয়াট বিদ্যুতের।