বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
শান্তি ও উন্নয়নে পরমাণুশক্তি ব্যবহারের মধ্যে দিয়ে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লি স্থাপন কাজ উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতির কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হচ্ছে। পরমাণু বিদ্যুৎ উৎপাদনে জনগণ ও পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
সময় যত গড়াচ্ছে ততই পূর্ণতা পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। গেলো বছরের অক্টোবরে প্রথম ইউনিটের চুল্লি বসানো হয়।
এবার শেষ হলো দ্বিতীয় ইউনিটের চুল্লি বসানোর কাজ। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরের দ্বিতীয় ইউনিটেটে পারমানবিক চুল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বের বিভিন্ন স্থানে অতীতের দুর্ঘটনা বিশ্লেষণ করেই, রূপপুর পারমানবিক চুল্লীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
পরমাণু শক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করে বিশ্বে বাংলাদেশ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন সরকার প্রধান।
বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।
প্রকল্পের বরাদ্দ সময় অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে প্রথম ইউনিটে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।