বিদ্যুৎ সংকট নিরসন না হওয়া পর্যন্ত পানি সমস্যার সমাধান হবে না : ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
বিদ্যুৎ সংকট নিরসন না হওয়া পর্যন্ত রাজধাণিতে পানি সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। চলমান পানি সংকট নিয়ে রাজধানীর কাওরানবাজারের ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ওয়াসার এমডি জানান, গরমে রাজধানীতে পানির চাহিদা দৈনিক ২৬৫ কোটি লিটার। লোডশেডিংয়ের কারণে রাজধানী ঢাকায় ওয়াসার ১০টি মডস জোনের মধ্যে ৫টি জোনেই পানি সরবরাহে সংকট হচ্ছে। চলমান লোডশেডিংয়ের কারণে অন্তত ৫০ কোটি লিটার পানি কম সরবরাহ করা হচ্ছে।
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও জানান তিনি। তবে, বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে পানির সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওয়াসার এমডি। এসময়, নগরবাসীকে পানি ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান জানান তাকসিম এ খান।