বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করা হলে ওই প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করা হলে ওই প্রার্থীকে দলীয় পদ থেকে বহিষ্কার করতে মানববন্ধন হয়েছে।
এ সময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে যেয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করে যারা নির্বাচন করছে তাদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামরুজ্জামান বাচ্চুর পরিচালনায় গাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা আব্দুস সালামের সভাপতিত্বে উপস্থিত মানববন্ধনে ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম, এ, রিয়াজ কচি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অরুণ কুমার বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি ফুরকান আহমেদ রনিসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।