বিধিনিষেধের প্রভাব নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে
- আপডেট সময় : ০২:৪৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিধিনিষেধের প্রভাব নেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। ভোর ৬টা থেকে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা থাকলেও পাটুরিয়া- দৌলতদিয়া নৌপথে তার কোনো প্রভাব পড়েনি।
সকাল ৯টার দিকে ঢাকামুখী গাড়ির চাপে দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। নদী পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যাত্রীবাহী বাস এবং পাঁচ শতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস। বিআইডব্লিটিসির দৌলতদিয়া ব্যবস্থাপক মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, ঘাটে যানবাহনের চাপ থাকায় বিধিনিষেধের মধ্যেও ফেরি বন্ধ রাখা যাচ্ছে না। ছোট-বড় মিলিয়ে মোট ১৬টি ফেরিতে যান পারাপার চলছে।
দেশব্যাপী ১৪ দিনের কঠোর লক ডাউনের প্রথমদিনেও বিধি উপেক্ষা করেই শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যাত্রী ও যানবাহন পারা-পার হচ্ছে।সকাল হতে শতশত যাত্রী ও যানবাহন পারাপার হতে দেখা যায় নৌরুটের ফেরী গুলোতে। এদিকে, সকাল ৯ টার দিকে বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে আসা রোরো ফেরী শাহ্ জালাল স্রোতের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা সেতুর ১৭ নাম্বার পিলারে সাথে ধাক্কা ক্ষেলে এ সময়ে ফেরীতে থাকা ২০ যাত্রী আহত হয়েছে।