বিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ০৭:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গণপরিবহন শ্রমিকরা। এসময় সরকারি প্রণোদনার দাবিও জানান তারা।
রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে নেতারা জানান, মালিকরা নিয়োগপত্র না দেয়ায় সরকারি প্রণোদনার টাকা থেকে বঞ্চিত হচ্ছে পরিবহন শ্রমিকরা।
তিন দফা বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আন্ত:জেলা পৌর বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
নেত্রকোনায় বিক্ষোভ মিছিল করেছে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। শহরের বারহাট্টা রোড এলাকা থেকে মিছিল শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় গিয়ে শেষ হয়। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচলের দাবি জানান তারা।
লকডাউন থাকলেও আগামী বুধবার থেকে গণপরিবহন চালানোর সিন্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। নগরীর ষ্টেশন রোডে বিআরটিসি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা। গত ১৪ মাসে পরিবহন খাতের বিপর্যয়ের চিত্রও তুলে ধরেন তারা।
সিরাজগঞ্জ এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাজার স্টেশনে শেষ গিয়ে হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে গণপরিবণ চালু, বেকার শ্রমিকদের ঈদ উপহার ও মালিকদের প্রণোদনা দেয়ার দাবি জানায়।
যশোরে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবহন সংস্থা, শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরের মণিহার বাস টার্মিনাল এলাকা ও চাঁচড়া চেকপোস্ট মোড়ে এ বিক্ষোভ দেখানো হয়।
গাইবান্ধায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। জেলা বাস-মিনিবাস- কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে তারা।
মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-লরি শ্রমিক ইউনিয়ন।
পরিবহন চালু, শ্রমিকদের অনুদান ও দশ টাকা কেজি দরে চাল সরবরাহের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন। নগরীর বড়বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
এছাড়াও খুলনা, কুড়িগ্রাম, পাবনা ও হবিগঞ্জে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণপরিবহন শ্রমিকরা।