বিনম্র শ্রদ্ধায় দেশজুড়ে ভাষা শহীদদের স্মরণ
- আপডেট সময় : ০৮:১৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সারাদেশে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নিজ নিজ এলাকার শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাজনীতিবিদ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণী-পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নগরবাসী। বিউগলের করুণ সুরে আইন-শৃঙ্খলা বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় সালামের মাধ্যমে শহীদদের স্মরণ করেন।
সিলেটে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার, সিলেট সিটি কর্পোরেশন, আওয়ামী লীগ, বিএনপিসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করেছেন রাজশাহীর সর্বস্তরের মানুষ। নগরের অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
ময়মনসিংহের টাউনহলের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে, একে একে শ্রদ্ধা জানায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। টাউন হল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা পুষ্পস্তবক অর্পণ করেন।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক।
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শেখ হাসিনা সংস্কৃতিক পল্লীর কেন্দ্রিয় শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মেনে পুস্পস্তবক অর্পন করেন সদর আসনের সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন।
নাটোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেলা বিএনপি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন করা হয়। পরে সেখান থেকে নেতা-কর্মীরা একটি মিছিল বের করে।
সাভারে দিবসটি পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
এছাড়াও নারায়ণগঞ্জ, নেত্রকোনা, সাতক্ষীরা, নড়াইল, নোয়াখালী, পাবনা, শরীয়তপুর, সিরাজগঞ্জ, মাগুরা, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, যশোর, মেহেরপুর, ঝালকাঠি, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কুষ্টিয়ায় ভাষা শহীদদের স্মরণের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।