বিনামূল্যের বইয়ে নিম্নমানের কাগজ, বছরে দুর্নীতি ১শ’ ৬০ কোটি টাকা
- আপডেট সময় : ০৭:২৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রতিবছর বিনামূল্যে বিতরণ করা সরকারি বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের মাধ্যমে ১’শ ৬০ কোটি টাকার দুর্নীতি হচ্ছে এবং বিএসটিআই-এর মান যাচাই পরীক্ষায় বিতরণ করা ওই সব বইয়ে নিম্নমানের কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এমনটাই দাবী করে উচ্চ আদালতে তথ্য প্রমাণ তুলে ধরেন বাংলাদেশ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আইনজীবী। শুনানি নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের তদন্তে দুর্নীতি দমন কমিশন-দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ যথা সময়ে তদন্ত প্রতিবেদন তুলে ধরা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এমন বাস্তবতায় টেন্ডার থেকে শুরু করে বিনামূল্যের বিতরণ করা বইয়ের মান যাচাইয়ে অনুসন্ধানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিএসটিআই এর মান যাচাইয়ে মেলে নিম্ন মানের কাগজ ব্যবহারের প্রমাণ। তবে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাড়া না পেয়ে বিষয়টি উচ্চ আদালতে তুলে ধরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। পরে নিম্নমানের কাগজের দুর্নীতির বিষয়ে কথা বলেন তাদের আইনজীবী
পাশাপাশি উচ্চ আদালতের জারি করা রুল সম্পর্কেও কথা বলেন তিনি। তবে দুদক যথা সময়ে হাইকোর্টের দেয়া আদেশ বাস্তবায়ন করবে বলে আশ্বস্ত করেন দুদকের আইনজীবী। উচ্চ আদালতের এই নির্দেশে আগামী বছর ১ জানুয়ারিতে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আসবে বলে আশা প্রকাশ করেন আইনজীবীরা।