বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব শুরু হলো রাজধানীতে

- আপডেট সময় : ০৭:৩৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব শুরু হলো রাজধানীতে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার শিশু ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠের এই অনুষ্ঠানে অংশ নেয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ভিশন ২০৪১ অর্জনে শিশুকাল থেকে শিক্ষায় নজর দিতে হবে।
নতুন বছরে নতুন বই হাতে পাওয়ার আনন্দে– সকাল থেকেই এসে জরো হতে থাকে ঢাকার প্রাথমিক স্কুলের শিশুরা। একই আনন্দে উল্লসিত হাজারো শিশু এবং তাদের অভিভাবক। উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বেলুন ও পায়রা উড়িয়ে এ কার্যক্রমের শুরু করেন তিনি।
এর আগে বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রাথমিক থেকেই শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে দিতে হবে। পরে প্রতিমন্ত্রী, সচিব ও বিশ্ব ক্রিকেটের নম্বর ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান শিশুদের হাতে বই তুলে দেন। নতুন বই হাতে পেয়ে খুশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা শিশুরা। এবার সারাদেশে প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।