বিনা চিকিৎসায় গৃহবন্দী করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার
- আপডেট সময় : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিনা চিকিৎসায় গৃহবন্দী করে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আরো বলেন, সরকার খালেদা জিয়ার স্বাভাবিক চিকিৎসা নিশ্চিত করলে, তার শারীরিক অবস্থা দেখে করোনা টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। দুপুরে হাইকোর্টে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এসব জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামিন নিতে হাইকোর্টের আসেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল সহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শুনানি নিয়ে সোহেলসহ ৬ জনকে আগাম জামিন দেয় হাইকোর্ট।এসময় বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে হাজির হন বিএনপি নেতাদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। তবে এ বিষয় ছাপিয়ে উঠে আসে খালেদা জিয়া চিকিৎসা প্রসঙ্গ। আর অভিযোগের তীরটা ছিল সরকারের দিকে।
খালেদা জিয়া কবে করোনার টিকা নিবেন, সেই প্রশ্নের জবাবও দেন তিনি।জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে কারাগারে থাকা খালেদা জিয়াকে গেল বছর ২৫ শে মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তৃতীয় দফা সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেন স্বজনরা।