বিনা দোষে বৃদ্ধের কারাবাসের ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শুধুমাত্র নামের মিল থাকায় কারাবাসের ঘটনায়, প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আদেশে আগামী ৩০ দিনের মধ্যে সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি মানিক হাওলাদারকে গ্রেফতার করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। মামলার নথি থেকে জানা যায়, মাদক মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ মানিক মিয়া। আর গ্রেফতার হয়ে জেল খাটছেন মানিক হাওলাদার। একজনের স্থলে আরেকজন জেল খাটছেন- এমন অভিযোগ এনে মানিক হাওলাদারের স্ত্রীর করা আবেদনের শুনানিশেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ আজ এই আদেশ দেন।