বিপদসীমার নিচে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিসহ সব নদ-নদীর পানি
- আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিপদসীমার নিচে বইছে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারিসহ সব নদ-নদীর পানি।
কমে এসেছে উজানের ঢল ও বৃষ্টিপাতও। ফলে মহানগর ও জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে খাদ্যভাব, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসহ নানামুখী সংকটে দুর্ভোগে রয়েছে বাড়ি ফেরা মানুষ। বন্যার্তদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি মেয়র। আর জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বাসস্থানসহ সর্বিক ক্ষয়ক্ষতি নিরুপনে মাঠ প্রশাসন কাজ করছে।
সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হলেও বিশুদ্ধ পানীয় জলের সংকটে গোসলসহ দৈনন্দিন কাজ করতে পারছে না বানভাসী মানুষ। মহানগরীর কিছু এলাকাসহ ১৩ উপজেলার বেশির ভাগ গ্রামে এমন অবস্থা বিরাজ করছে। বন্যার পানির সঙ্গে ময়লা আবর্জনা, পলি বালু এসে বাসা-বাড়ি, রাস্তাঘাট ও পুকুর জলাশয় দখল করেছে। এসব সড়কের উপর জমে প্রতিটি সড়ক টইটুম্বুর হয়ে আছে। চলাচলের অনুপযোগী হয়েছে পড়েছে রাস্তা-ঘাট। কর্মহীন হয়ে পড়া মানুষের দিন কাটছে কষ্টে।
নিজের ঘর-বাড়ির পানি সেচ দিয়ে অপসারন ও ধোয়া মোছার কাজে ব্যস্ত সবাই। ভেঙ্গে পড়া চুলায় জ্বালানো যাচ্ছে না আগুন। পাচ্ছেন না পর্যাপ্ত খাদ্য সহায়তা। ত্রাণ হিসেবে চিড়া, গুড়, মুড়ি যা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। ডায়রিয়া, আমাশয়, চম রোর্গসহ নানা ধরণের পানিবাহি রোগ ছড়িয়ে পড়ছে।
সিলেটের সিভিল সার্জন অফিস জানায়, বন্যার পানি নেমে গেলেও মানুষের স্বাস্থ্যসেবায় মাঠে কাজ করছে ১৪০টি মেডিকেল টিম।
চিকিৎসা ও বিশুদ্ধ পানীয় জলের সমস্যা দূর করতে কাজ করছে সিলেট সিটি করপোরেশন। মেয়র জানালেন, সরকারি সহায়তার জন্য চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। তবে বন্যায় যাদের বাসস্থানের ক্ষতি হয়েছে, ঘর ভেঙ্গেছে বা ধসে পড়েছে, তাদের ক্ষয়ক্ষতি নিরুপেনের জন্য মাঠ প্রশাসন কাজ করছে। গৃহনির্মাণে আর্থিক সহায়তা দেয়া হবে।