বিপাকে বেগুন চাষীরা
- আপডেট সময় : ১১:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
জামালপুর জেলায় এবার পোকার আক্রমন ও বাজারে কাঙ্খিত দাম না পাওয়ায় বিপাকে বেগুন চাষীরা। বেগুনের গাছ মরে যাওয়ায় হাজার হাজার টাকা খরচ করে সার, বিষ প্রয়োগ করেও এর সঠিক সমাধান না পেয়ে কৃষক দিশেহারা। তবে কৃষি বিভাগ বলছে বেগুন গাছের সমস্যা সমাধানে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
জামালপুর জেলার ৭টি উপজেলায় গেল বছর প্রায় ৪ হাজার ৮’শ ৭২ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। এখানকার বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় দেশের অন্যান্য জেলাতেও। তবে এবার বেগুন গাছে ফলন আসার সাথে সাথে পোকার আক্রমন ও অতিবৃষ্টির ফলে বেগুনের গাছ মরে ফলন কম হয়েছে। এতে কৃষকরা লোকসানের মুখে পড়েছে। তাই বেগুনের বাজার বৃদ্ধি করার দাবী স্থানীয় চাষীদের।
বেগুন চাষীরা স্থানীয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে বেগুন গাছে সার ও বিষ প্রয়োগ করেও এই রোগের হাত থেকে রেহাই পাচ্ছে না। কৃষি বিভাগ এ বিষয়ে জরুরি পদক্ষেপ না নিলে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের।
এদিকে কৃষি বিভাগের দাবি, জেলার ইসলামপুর উপজেলা সহ বেগুন চাষীদের গাছের সমস্যা সমাধানে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।
সব মিলিয়ে জামালপুরের বেগুন গাছের রোগের সঠিক পরিচর্যা করে কৃষকের সমস্যা সমাধানে কৃষি বিভাগ এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা চাষী ও স্থানীয় ব্যবসায়ীদের।