বিপিএলের আলাদা ম্যাচে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিপিএলের আলাদা ম্যাচে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব, ঢাকা আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জকে ৪-২ গোলে বিধ্বস্ত করেছে সাইফ, চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল। একই ব্যবধানে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে ঢাকা আবাহনী।
মুন্সিগঞ্জে ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জকে চাপে রাখে সাইফ স্পোর্টিং ক্লাব। ৪ মিনিটে সাইফকে লিড এনে দেন এমিরি বাইসেঙ্গ। ৮ মিনিটে ওগবাগের গোলে ব্যবধান বাড়ে ইয়োলো আর্মিদের। বিরতির পরও প্রতিপক্ষের জালে দুই গোল দেয় সাইফ। তবে, দুই গোল পরিশোধ করে ম্যাচ জমিয়ে তোলে রহমতগঞ্জ। যদিও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে সাইফ স্পোর্টিং ক্লাব। এদিকে, পুলিশকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে ঢাকা আবাহনী।