বিপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা

- আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা। প্রথম দুই ম্যাচ হারে ভক্তরা শঙ্কার মেঘে হতাশায় ভুগছিলেন। নিজেদের তৃতীয় ম্যাচে বরিশালকে উড়িয়ে দিয়ে সেই শঙ্কা উল্লাসের স্রোতে ভাসিয়ে দিয়েছে মাহামুদ্দুল্লাহ’র ঢাকা। ১৫ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে এবারের বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নেয় শিরোপা প্রত্যাশী মিনিস্টার গ্রুপ ঢাকা।
বরিশালের ছুঁড়ে দেওয়া ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেই ভালো ছিলো না ঢাকার। প্রথম দুই ম্যাচের অর্ধশত হাকানো তামিম ইকবাল এদিন ০ রানে আউট হলে শুরুতেই বিপদে পড়ে ঢাকা। সেই বিপদ মহামারিতে রূপ নেয় স্কোর বোর্ডে ১০ রান তুলতেই চার উইকেট হারালে। কথায় আছে একটি জুটিই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। দলের বিপদে অধিনায়ক মাহামুদ্দুল্লা রিয়াদ ও শুভাগত হোম ৫০ রানে জুটি গড়ে প্রাথমিক বিপদে প্রলেপ লাগিয়ে জয়ের ভিত গড়ে দেন।
শুভগত হোম আউট হলে শুরু হয় আন্ড্রে রাসেলের ব্যাটিং ঝড়। আলজারি জোসেফের এক ওভারে ১৯ রান তুলে ম্যাচের ভাগ্য নিজেদের দিকে টেনে নেয় ঢাকা। ৪৭ রানে মাহামুদ্দুল্লা রিয়াদ আউট হলেও ১৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন আন্ড্রে রাসেল।
মিরপুরে সোমবার ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২৯ রান করে ফরচুন বরিশাল। নিজেদের ইনিংসে ৫৬ ডট বল বড় স্কোর তোলার পথে বাঁধা হয়ে দাঁড়ায়।
২৪ ঘণ্টা আগে ঢাকায় পা দেওয়া গেইলকে নিয়েই মাঠে নেমেছিল বরিশাল। তবে ক্যারিবীয়ান সুপারস্টার এদিন ওপেনিংয়ে নামেননি, খেলেছেন ৫ নম্বরে। বিপিএলে গেইলের এটা প্রথম। শুরুটা ভালো ছিলো না বরিশালের। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা পড়েছিলো মাত্র ২৪ রান।
এরপর ম্যাচের হাল ধরেন সাকিব-গেইল। দুজনে স্ট্রাইক রোটেট করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে বাউন্ডারি-ওভার বাউন্ডারি না আসায় স্কোরবোর্ডে জমা পড়ছিলো না রান। ১০ ওভার শেষে দলটির রান হয় মাত্র ৪৯।
সাকিব-গেইলের জুটিতে যখন চ্যালেঞ্জিং সংগ্রহের আভাস, তখনই ঘটে ছন্দপতন। ক্রিজে থিতু হয়ে খোলস ছেড়ে বের হওয়ার আগে সাকিব ফেরেন ১৯ বলে ২৩ রান করে। ভেঙে যায় ৩৭ রানের জুটি।
বরিশালের ইনিংসে সর্বোচ্চ রান আসে ক্রিস গেইলের ব্যাট থেকে। ৩ চার ও ২ ছয়ে ৩০ বলে ৩৬ রানে আউট হয় এই ক্রিকেটের ফেরিওয়ালা। ৩৩ রানে অপরাজিত থাকেন ব্রাভো।