বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৭৫১ বার পড়া হয়েছে
বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে রেব। অভিনব কায়দায় শুল্ক ফাঁকি দিয়ে প্রায় ৩৭ কোটি টাকা দামের বিভিন্ন ব্র্যান্ডের মদ চালানের প্রধান হোতা আবদুল আহাদকে গ্রেফতার করা হয়েছে।
কাওরান বাজার রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানা এলাকায় তল্লাশি করে সন্দেহজনক দুটি কন্টেইনার আটক করা হয়। সেগুলো থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬ হাজার ৮১৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে, অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আহাদ চক্রকে গ্রেফতারে ঢাকার ওয়ারীর বাসায় অভিযান চালানো হয়। সেখানেও মেলে বিপুল পরিমাণ নগদ দেশি-বিদেশি মুদ্রা। এসময় নাজমুল মোল্লা ও মোহাম্মদ সাইফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিমান বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় আব্দুল আহাদকে।