বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অর্থ আত্মসাৎকারী ৭ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অর্থ আত্মসাৎকারী ৭ সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে রেব।
বিকেলে কারওয়ান বাজারে রেব মিডিয়া সেন্টারে রেব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোমেন জানান, রাজধানীর উত্তরখান থেকে সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অর্থ আত্মসাৎ করে চক্রটি। চক্রটি বিভিন্ন কৌশল ব্যবহার করে বহুদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে আসছে। এদের সাথে কোনো প্রভাবশালী শক্তি জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। রেব অধিনায়ক জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা আত্মসাতের কথা স্বিকার করেছেন।