বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
- আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৩ বার পড়া হয়েছে
জসনে-জুলুশ, বিশ্বনবীব জীবনী নিয়ে আলোচনা হামত-নাত ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে সারা বিশ্বের ন্যায় বরিশালেও ঐতিহ্যবাহী বরিশাল সিটি কলেজে আলোচনা সভা, মিলাদ, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়
দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে-জুলুস রেলী বের হয়। নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি সৈয়দ বাহাদুর শাহ মোজ্জাদ্দেদী আল আবেদী। রেলি শেষে বিশ্বনবীর জীবনী নিয়ে আলোচনা, দেশ-জাতির শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের উদ্যোগে পালিত হয় ঈদে মিলাদুন্নবী। জুলুসে নেতৃত্ব দেন দরবার শরীফের পীরজাদা আওলাদে রাসুল আল্লামা সাইয়েদ মাখদুম শাহ আল-মাদানী।
পাবনায় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও হাম-নাদ প্রতিযোগিতা হয়।
দিনটি উপলক্ষে পটুয়াখালীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে বের হয় রেলী। এতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও টেংরাখালী দরবার শরীফ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জের কামারখন্দে রেলী করে হায়দারপুর মুজাদ্দেদিয়া কমিটি।
মুন্সীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
দিনাজপুরে ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক সৈয়দ এরশাদ আহমেদ আল বুখারীর নেতৃত্বে বের হয় ঈদে মিলাদুন্নবীর রেলী।
ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বরে হয় জশনে জুলুস।
নানা আয়োজনে রংপুরেও পালিত হচ্ছে দিনটি।
বরগুনায় জেলা-উপজেলা পর্যায়ে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, হামত-নাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালিত হয়।
খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবীর জশনে-জুলুসে নেতৃত্বে দেন আহলে সুন্নত ওয়াল জামায়াতের সভাপতি রফিকুল আলম।
এছাড়াও নাটোর, টাঙ্গাইল, ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।