বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদহ, শেরপুর মানবন্ধন
- আপডেট সময় : ০৬:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, ঝালকাঠি, ঝিনাইদহ, শেরপুর মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরের পদ্মানদী ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উজিরপুর ইউনিয়নের পদ্মানদীর ভাঙ্গনকবলিত এলাকার কয়েক’শ পরিবার অংশগ্রহণ নেয়।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগকে ইইই বিভাগে রপান্তরের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ঝালকাঠিতে এক আইনজীবী সহকারীর মাদক কারবার, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানবন্ধন করেছে
সংবাদ প্রকাশের জের ধরে ঝিনাইদহে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন মানবন্ধন করেছে সংবাদ কর্মীরা।
সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় সাংবাদিকরা।এসময় অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী মিটার পাঠকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত অস্থায়ী কর্মচারিরা।