বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি
- আপডেট সময় : ০৮:২৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
হোটেল রেস্তোরাঁয় খাবার খেতে টিকা কার্ড প্রদর্শন, ঠুনকো অযুহাতে যখন তখন ভ্যাট ট্যাক্স অফিসের অভিযানের নামে হয়রানি বন্ধসহ বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি।
দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। এসময় বক্তরা বলেন, করোনার সময়ে চট্টগ্রামসহ সারাদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হোটেল রেস্টুরেন্টের ব্যবসায়ীরা। ওমিক্রনের এই সময়ে যেখানে সারাদেশের সব মানুষ টিকার আওতায় আসেনি, সেখানে রেস্টুরেন্টে খাবার খেতে টিকা কার্ড প্রদর্শন করা সম্ভব নয়। তাই এমন বিধিনিষেধ বাতিলের দাবি জানান তারা। এসময় সংগঠনের সভাপতি ইলিয়াছ আহম্মেদ ভুঁইয়া, কো-চেয়ারম্যান মো: রফিক উদ্দিন, সহ-সভাপতি আবু জাফর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবু হান্নান বাবু উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন আউটার লিংক রোডে বেপরোয়া যান চলাচলের কারণে ভয়াবহ সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন হয়েছে। বিকেলে নগরীর কাটগড় মুসলিমাবাদে সচেতন পতেঙ্গাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ফরিদ, হাফেজ মাওলানা সাদ্দাম হোসেন, যুবলীগ নেতা শিপনসহ আরো অনেকেই।