বিভিন্ন দেশে দাম কম হলেও তেল আমদানী করছে না বিপিসি
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়া অন্য কোন দেশের ক্রুড অয়েল পরিশোধন করার সক্ষমতা নেই ইস্টার্ণ রিফাইনারীর। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম কম থাকলেও তা আমদানী করতে পারছে না বিপিসি।
তাই জ্বালানী তেলের দাম সহসা কমানোর কোন সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। বিপিসির চেয়ারম্যানের দাবি, পরিশোধন, মজুদসহ সব ক্ষেত্রেই সক্ষমতা বাড়ানোর কাজ চলছে। তবে বিপিসির আশ্বাসে ভরসা পাচ্ছে না ভোক্তা সংগঠনগুলো।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র অধিনস্ত রাষ্ট্রয়াত্ব তেল পরিশোধনাগার ইস্টার্ণ রিফাইনারী। দেশের জ্বালানী নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয় প্রতিষ্ঠানটিকে। কিন্তু ৫৩ বছরের পুরনো প্রতিষ্ঠানটির মাত্র দুটি দেশ ছাড়া অন্য দেশের ক্রুড অয়েল পরিশোধন করার সক্ষমতাই নেই। দেশে জ্বালানী সংকটের পর ধরা পড়লো বিষয়টি।
বিপিসি’র দাবি, ৩০ বছর ধরে শুধু সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের তেল পরিশোধন করছে ইস্টার্ণ রিফাইনারি। তাই মেশিনারিজ শুধু ওই তেল পরিশোধন করার উগযোগী।
বিপিসি চেয়ারম্যান বলছেন, ইস্টার্ন রিফাইনারির নামে যে প্রকল্প নেয়া হয়েছে তাতে পুরোনো অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এতো বছরের পুরনো প্রতিষ্ঠানের অদুরদর্শিতার কারনেই জ্বলানী খাতে জিম্মি হয়ে পড়েছে দেশ। যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে গেলো মাসে সব ধরণের জ্বালানী তেলের দাম এক লাফে ৫০ শতাংশ বাড়ায় সরকার। একমুখি বাজারের ওপর নির্ভরশীল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে কম দামে তেল পাওয়া গেলেও, তার সুফল মিলছে না।