বিভিন্ন রাস্তায় যানজট, ব্যাপক গাড়ির চাপ
- আপডেট সময় : ০৭:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ঢাকায় গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও রাস্তায় ব্যাপক গাড়ির চাপ। যানজটও দেখা গেছে বিভিন্ন জায়গায়। যাত্রীবাহী বাস ছাড়া অবাধে চলছে ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ অনান্য যানবাহন।এদিকে করোনা পরিস্থিতিতে সতর্কতা এবং সামাজিক দূরত্ব রক্ষার শর্তে বিপণিবিতান খোলার কথা থাকলেও তা অনুসরণ করছেনা কেউই। স্বাস্থ্যবিধি মানছেন না ক্রেতা বিক্রেতারা।অনেকটা প্রশাসনের সামনেই চলছে এসব অনিয়ম। নিরব পুলিশ প্রশাসন।
দেশে প্রতিদিনই করোনা পরিস্থিতির অবনতি ঘটছে ।েআর সবচেয়ে বেশি সংক্রমিত রাজধানী ঢাকায়। এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি ও নির্দেশনা কিছুটা শিথিল করায়, নগরজুড়েই বেড়েছে যানবাহন ও মানুষের ব্যস্ততা। গণপরিবহন ছাড়া স্বাভাবিক নিয়মেই চলছে সব ধরনের যানবাহ। নগরবাসীও নির্বিগ্নে যাতায়াত করছে ইচ্ছামতো জায়গায়। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্বেরতো কোনো বালাই নেই।
স্বাস্থ্যবিধি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে, স্বল্প পরিসরে রাজধানীর মার্কেট ও শপিংমল খুললেও একেবারে হ-য-ব-র ল অবস্থা নতুন বাজার হকার্স মার্কেটে। কোন রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছে বেচাকেনা। বিক্রেতারা মানছে না স্বাস্থ্যবিধি; ক্রেতারদের মধ্যেও নেই করোনা অতঙ্ক। গাদাগাদি করেই চলছে কেনাকাটা।
পুরুষের পাশাপশি নারীরাও এসেছেন শিশুদের সঙ্গে নিয়ে। স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই দোকান থেকে দোকানে ঘুরছেন তারা।
ভাটারা থানার ১০০ গজের মধ্যেই মার্কেটটি হলেও সেখানে নেই পুলিশসহ প্রশাসনের কোন নজরদারি। দ্রুত নজর না দিলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবার আশঙ্কা অনেকের।