বিভিন্ন সেবা সংস্থার পাইপ লাইনই চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ : সিডিএ
- আপডেট সময় : ০৫:১১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের খাল ও নালা নর্দমার ভেতরে বিভিন্ন সেবা সংস্থার পাইপ লাইনই জলাবদ্ধতার অন্যতম কারণ বলে দাবি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ। চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ও টিএন্ডটির ২ শতাধির পয়েন্টের পাইপলাইন ও আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইন নগরীর পানি নিস্কশনে প্রধান বাধা দাবি করে এগুলো সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে এসব পাইপলাইন সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হলেও দিনক্ষণ ঠিক নেই। এদিকে নগরবিদরা বলছেন, জলাবদ্ধতা নিরসনের ব্যর্থতা ঢাকতে নতুন আরেকটি ইস্যুকে সামনে আনছে সিডিএ।
ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার ভোর রাত থেকেই ভারি বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। সকাল হতে না হতেই তলিয়ে যায় এই বন্দর নগরী। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
নগরবাসীকে কোমর পানিতে নিমজ্জিত রেখে বিভিন্ন সেবা সংস্থার অফিসে ধর্ণা দিচ্ছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নের কাজে নিয়জিত সিডিএ’র চেয়ারম্যান। তার দাবি এসব প্রতিষ্ঠানের অপরিকল্পিত পাইপলাইনই জলাবদ্ধতার অন্যতম কারণ।
ওয়াসার ৭৫ টি, কর্ণফূলী গ্যাসের ৬০ টি পাইপলাইন ও টিএন্ডটির অর্ধশতাধিক পয়েন্টে আন্ডার গ্রাইন্ড ক্যাবল লাইন চিহ্নিত করেছে সিডিএ। সেবা সংস্থাগুলোর পক্ষ থেকে এগুলো সরিয়ে নেয়ার আশ্বাস দেয়া হলেও জুড়ে দেয়া হয়েছে শর্ত।
বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের শুরুতে এই ইস্যুটি সামনে আনা উচিৎ ছিল সিডিএর। খাতা কলমে ৭০ শতাংশের বেশি কাজ শেষ করে এসে নতুন আরেকটি অজুহাত সামনে এনে প্রকল্পের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
বর্ষাকালের জলাবদ্ধতা চট্টগ্রামের অভিশাপ হিসেবে চিহ্নিত। নগরবাসীকে এই অভিশাপ থেকে মুক্তি দেয়ার কথা বলে গত ৬ বছর ধরে আলাদা আলাদা ভাবে প্রায় ১০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। অধিকাংশ টাকা খরচ হয়ে গেলেও এখনো সুফল পায়নি নগরবাসী।