বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে
- আপডেট সময় : ০২:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনা ভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার সময়েও বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।
সকালে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না, সবার ঐক্যবদ্ধ লড়াই প্রাণঘাতি করোনাকে পরাজিত করার সবচেয়ে কার্যকর হাতিয়ার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজ ছেলে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শহীদ শেখ জামালের ৬৭ তম জন্মদিন উপলক্ষ্যে বনানীতে তাঁর সমাধীতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর অংগ সংগঠন। এ সময় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, করোনা নিয়ে ফটোসেশান ও মিথ্যাচার করে যাচ্ছে বিএনপি ।