বিরোধীমত দমনে মামলাই সরকারের একমাত্র অস্ত্র : ফখরুল
- আপডেট সময় : ০৮:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তৎক্ষণাৎ সংবাদ সম্মেলন ডাকে বিএনপি।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা জানান। বলেন, সরকার মামলাকে অস্ত্র হিসেবে বিরোধী রাজনীতিকে দমন করার জন্য।
জেলের ভয় দেখিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও জানান মির্জা ফখরুল। বিএনপি জনগণের দল বলেই জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি
তিনি আরো বলেন, আপদকালীন খাদ্য সংরক্ষণে ব্যর্থ বলেই দুর্ভিক্ষের কথা সরকার নিজেই বলছে।