বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই হামলা-মামলা করা হচ্ছে : আমীর খসরু
- আপডেট সময় : ০৮:০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ হত্যার ঘটনায়, দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী। গোয়েন্দা পুলিশ মামলার তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে। অপরদিকে তাদের জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা।এসময় আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্যই হামলা-মামলা করা হচ্ছে।
২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও পুলিশ হত্যার ঘটনায় চলছে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার। এই ধারাবাহিকতায় রাজধানীর গুলশান-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আর গুলশান থেকে বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরউদ্দিন স্বপনকে গ্রেফতার করে ডিবি কার্যালয় আনা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশ প্রধান বলেছেন, পল্টন থানায় হত্যা ও নাশকতার মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বিএনপির ফের ডাকা অবরোধ নিয়ে নাশকতার হতে পারে বলেই গোয়েন্দা সংস্থা সব জায়গায় অভিযান চালাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানান হারুণ অর রশিদ। বিকেলে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহিরউদ্দিন স্বপনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে হাজির করা হয়। পুলিশ হত্যা ও নাশকতার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম। অপরদিকে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।
রিমান্ড শুনানিতে আদালতে আমীর খসরু মাহমুদ বলেন, যাদের জনসমর্থন নেই, জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারাই সহিংসতা করছে। তিনি গায়েবী মামলার সমালোচনা করেন। শুনানী শেষে আদালত আমির খসরু ও জহিরউদ্দিন স্বপনের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করে।