বিলম্ব নিয়ে শুরু হয়েছে ঈদ উপলক্ষ্যে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন
- আপডেট সময় : ০১:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
বিলম্ব নিয়ে শুরু হয়েছে ঈদ উপলক্ষ্যে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশন ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়েছে ৬টা ৫০ মিনিটে। তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা স্টেশন ছাড়ে সকাল সাড়ে ৮টায়।
এ অবস্থায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউলে বিলম্বের প্রভাব পড়েছে অন্য ট্রেনগুলোতে। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গরমের মধ্যে প্ল্যাটফর্ম ভর্তি মানুষ অপেক্ষা করছেন ট্রেনের জন্য। সকালে দেশের প্রধান ঢাকা রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে নানা ভোগান্তির কথা। তবে ট্রেনের রেকগুলোতে কোচ সংযোজন ভুল হওয়ায় শিডিউল বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টেশন এলাকায় ঢুকতেই দেখা গেছে, যাত্রীদের জটলা। ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে এবার ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ থেকে এসব ট্রেন চলাচল শুরু হয়েছে।