বিশিষ্ট সমাজ সেবিকা মরহুমা নূর নাহার বেগমের মৃত্যুবাষির্কী পালিত
- আপডেট সময় : ০৩:৪৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
লাখো মানুষের দোয়া ও মোনাজাতে, মাগফিরাত কামনার মধ্য দিয়ে পালিত হলো, এসএ পরিবহনের প্রয়াত চেয়ারম্যান নূর নাহার বেগমের ২য় মৃত্যুবার্ষিকী। শোকাবহ দিনটি উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ বটখিল গ্রামে কোরআনখানি, মিলাদ ও জেয়াফতের আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে চাটখিল-সোনাইমুড়ির এমপি এইচএম ইব্রাহীমসহ স্থানীয় সকল স্তরের জনপ্রতিনিধিরা অংশ নেন। এসময় সহধর্মিনী নূর নাহার বেগমসহ পরলোকগত সব স্বজনের জন্য দোয়া চান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দিন আহমেদ। দেশের ব্যবসা-বাণিজ্যে গতিশীলতার প্রত্যাশায় দেশবাসীরও দোয়া কামনা করেন তিনি।
উদারমনা মহীয়সী এক নারীর নাম নূর নাহার বেগম। যিনি ছিলেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহ্উদ্দিন আহমেদের সহধর্মিনী এবং এসএ পরিবহনের চেয়ারম্যান। ২০২০ সালের ১৮ অক্টোবর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন এসএ গ্রুব অব কোম্পানিজের এই বটবৃক্ষ।
পঞ্জিকার পাতা বদলে আবারো হাজির নূর নাহার বেগমের চির বিদায়ের স্মৃতি বিজড়িত শোকাবহ অক্টোবর।
এদিন নূর নাহার বেগমের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় ২য় মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতা।
পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের মরহুমা মাতা শরাফত বানু এবং পিতা রেহান উদ্দিন মোল্লা, বোন আয়শা, সালেহা, আনোয়ারা, ভাই মরহুম আফাজউদ্দিন ও মরহুম ডা. মোহাম্মদ হোসেনের সমাধিতেও শ্রদ্ধা জানানো হয়
মমতার আঁচল আগলে রাখা সন্তানদের কণ্ঠে ছিল মায়ের জন্য দোয়ার আকুতি।
এদিন নূর নাহার বেগমসহ এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদের মরহুমা মাতার ১৮তম মৃত্যুবার্ষিকী এবং পিতাসহ পরলোকগত স্বজনদের রূহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয় কোরআন খানি, মিলাদ ও জিয়াফতের।
এসময় প্রিয় সহধর্মিনীসহ পরলোকগত সবার জন্য দোয়া চান এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক।
শুধু স্বজন নয় দেশবাসীর কাছে ব্যবসায়ীদের জন্য দোয়াও চান তিনি।
এদিন জেয়াফত উপলক্ষে আমিরাবাদের বটখিল গ্রামে দেখা যায় সর্বস্তরের মানুষের স্রোত। মানুষের আতিথেয়তায় মুখর হয়ে উঠে সালাহউদ্দিন আহমেদের পৈত্রিক নিবাস।
ঢাকা-চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আসা স্বজন ও শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করেন, সালাহউদ্দিন আহমেদের রেখে যাওয়া আপ্যায়নের দৃষ্টান্ত অন্যরা অনুসরণ করবেন।
সবার স্বতস্ফুর্ত অংশগ্রহণ আর আয়োজন সফল হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক।
৪ দশকের এই প্রয়াসের নেপথ্যে স্থানীয় সবার দোয়া ও ভালোবাসা বলেও মন্তব্য করেন সালাহ্উদ্দিন আহমেদ।