বিশৃংখলা না করে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি ওবায়দুল কাদেরের নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বিশৃংখলা না করে সকলে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুপুরে মাওয়া টোল প্লাজায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্থদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লীজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। এসময় তিনি আরো বলেন, আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। পদ্মা সেতু’র বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমানিত হয়েছে, বাঙালি বীরের জাতি।