বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে বরদাস্ত করা হবে নাঃ তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করে তারা বিএনপির সহযোগী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুনামগঞ্জের ঘটনায় সাম্প্রদায়িক অপশক্তি ও তার দোসরদের যোগসাজশ রয়েছে বলে জনগণ মনে করেন। পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরকে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সকালে ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংএ বলেন, সরকার সব ধর্মের অনুসারীদের সহাবস্থান এবং নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু একটি অশুভ মহল রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে বরাবরের মতো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, যারা সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টির অপচেষ্টা করছে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যান উপকমিটি ফরাশগঞ্জে অরফানেজ সেন্টারে এতিমদের মাঝে খাবার, পোষাক ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করে। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, মৌলবাদী অপশক্তিকে এখনই সমূলে বিনষ্ট করা না হলে স্বাধীনতার চেতনা পূর্ণতা পাবে না। সাম্প্রদায়িক দুর্বৃত্তদের দ্রুত শাস্তির আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।