বিশেষ শিশু-কিশোরদের চিকিৎসার মাধ্যমে তাদের অবস্থার উন্নয়ন সম্ভব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
বিশেষ শিশু-কিশোরদের চিকিৎসার মাধ্যমে তাদের অবস্থার উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর স্কয়ার হসপিটালের ১৫ বছর পূর্তি এবং স্কয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে তারা আরও বলেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাদের বিশেষ চিকিৎসা দিতে হবে। মানসিকভাবে তাদের পাশে থেকে চিকিৎসা দেয়াটা জরুরি। এসময় স্কয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের কনসালট্যান্ট ডাঃ জিনা সালওয়া গত চার বছরের অর্জন নিয়ে একটি বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন। এতে বিশেষ শিশুদের গুরুত্ব তুলে ধরেন তিনি। স্কয়ার হাসপাতালের চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের তত্বাবধানে চিকিৎসা সেবাগ্রহীতা এবং স্কুলে যাবার জন্য তৈরি শিশুদের বিশেষ সনদপত্র তুলে দেয়া হয়।