বিশ্বকাপকে সামনে রেখে ১২ সেপ্টেম্বর থেকে শুরু টাইগারদের ক্যাম্প
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:২১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
এশিয়া কাপে ব্যর্থ হলেও ট্যাকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের কাজে খুশি বিসিবি। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই ভালো কিছুর প্রত্যাশায় বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপ সামনে রেখে ১২ তারিখ থেকে শুরু হবে টাইগারদের ক্যাম্প।
টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের অবস্থার ব্যাখ্যা করছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
দলের বেহাল দশায় পরিবর্তন জরুরি তবে সেটা কবে? উত্তরটা সময়ের কাছে তোলা থাকলে আপাতত বিসিবি ভাবনায় শুধু টি-টুয়েন্টি বিশ্বকাপ।
এশিয়া কাপে দল ব্যর্থ হলেও ট্যাকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের চিন্তা ভাবনা ও কাজে খুশি বিসিবি। বিশ্বকাপে তার অধীনে নতুন স্বপ্নে বিভোর বোর্ড।
১৫ সেপ্টেম্বরের মধ্যেই টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে বিসিবি।