বিশ্বকাপের বাছাইপর্বে সান মারিনোকে দশ গোলে হারিয়েছে ইংল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপের বাছাইপর্বে সান মারিনোকে দশ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই বিশাল জয়ে নিজেদের জায়গা নিশ্চিত করলো গ্যারেথ সাউথ গেটের দল।
ম্যাচ শুরুর ৬ মিনিটে ফিল ফোডেনের কর্নারে বল জালে জড়ান ম্যাগুয়ের। কিছুক্ষণ পর সান মারিনোর ডিফেন্ডার ফিলিপ্পো ফাব্রির আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব্যবধান। ম্যাচের ২৭ মিনিটে স্পটকিক থেকে গোল করেন হ্যারি কেইন। এরপর ম্যাচের ৩১, ৩৯ আর ৪২ মিনিটে কেইন নিজের হ্যাটট্রিক পূরণসহ আরও তিন গোল দিলে প্রথমার্ধেই ৬-০’র বড় ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। দ্বিতীয়ার্ধেও সমান তালে চলে ইংলিশদের গোল উৎসব। ৫৮ মিনিটে এমিল স্মিথের পর ৬৯ মিনিটে মিংগস, ৭৮ মিনিটে আব্রাহাম ও ৭৯ মিনিটে সাকার গোলে ১০ শূণ্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা।