বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে ব্রাজিল
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেয়েছে ব্রাজিল। চিলিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সেলেসাওরা। অন্যদিকে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে উরুগুয়ে।
ঘরের মাঠে শুরু থেকেই অপ্রতিরোধ্য ব্রাজিল। ৪১তম মিনিটে নেইমারকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিকে দলকে এগিয়ে দেয় এই পিএসজি তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান ২-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। ৬৯ মিনিটে বক্সের ভেতর আবারো ফাউল করে বসেন চিলির গোলরক্ষক ব্রাভো। স্পট কিক থেকে গোল করেন কৌতিনিহো। ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান ৪-০ করেন রিচার্লিসন। এদিকে ঘরের মাঠে অ্যার্রাসকাইতার একমাত্র গোলে পেরুকে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে।