বিশ্বজুড়ে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন
- আপডেট সময় : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে এরই মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৭৭ হাজার ৫৯৬ জন । আর এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮০ হাজার ২০৫ জনের। করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ৫৩ হাজার ৪০৩ জন। ভাইরাস এখনও সক্রিয় ৩০ লাখ ৮৫ হাজার ৪৯১ জনের শরীরে।আর সুস্থতার পথে ৩০ লাখ ৩২ হাজার ৮৮ জন। এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৭৫ হাজার ৫০০। দেশ হিসেবে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রের। বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে আছে দেশটি। ১৮ লাখ ১১ হাজার ছাড়িয়েছে আক্রান্ত। পাঁচ লাখ ২৬ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে দ্বিতীয়স্থানে ব্রাজিল। তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে।