বিশ্বজুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে।এরমধ্যে শেষ ৬ দিনে ১০ লাখ শনাক্ত হয়েছে । সাত মাসের ব্যবধানে সোয়া ৫ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে, ২৮ জুন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ কোটি ১ হাজার ৫২৭ জন। শনিবার বেলা সাড়ে ১১টায় ওই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার ৮৭৮ জনে। ব্রাজিলসহ দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ অঙ্গরাজ্যেও শনাক্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় বিশ্বজুড়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ লাখ নতুন রোগী মিলল।