বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯০ হাজার। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী এ পরিসংখ্যান পাওয়া গেছে। প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি মানুষ।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে মৃত্যু হয়েছে সোয়া লাখ। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জেএইচইউ’র হিসেবে, রাশিয়া ও ভারতে যথাক্রমে ৬ লাখ এবং ৫ লাখ কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।