বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচারকে বিশেষ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:০৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৮১৭ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী শান্তিপূর্ণ, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রয়াসে সামাজিক ন্যায়বিচারকে বিশেষ গুরুত্ব দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় প্যালেস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট-২০২৩’ এর অধিবেশনে দেয়া ভাষণে তিনি আহ্বান জানান।
এদিকে, স্থানীয় সময় দুপুরে জেনেভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রপতির দ্বিপাক্ষিক বৈঠক হয়। এ সময় রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেন অ্যালেইন বারসেট। জানালেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশে দক্ষতা প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং সুইজারল্যান্ড আজ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে-যা সুইজারল্যান্ডে বিশেষ করে মেডিকেল ও আইটি সেক্টর থেকে দক্ষ কর্মী রপ্তানির সুযোগ বাড়াবে।