বিশ্বরেকর্ড গড়ে বিক্রি হলো ম্যারাডোনার হ্যান্ড অব গডের জার্সি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
বিশ্বরেকর্ড গড়ে বিক্রি হলো ম্যারাডোনার হ্যান্ড অব গডের জার্সি। লন্ডনের সোথবির নিলামে ৯.২৮ মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ৭৭ কোটি ৪৪ লাখ টাকায় বিক্রি হয় ম্যারাডোনার জার্সিটি।
১৯৮৬ বিশ্বকাপে মাথার কাছে হাত নিয়ে ফ্লিক করে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করেছিলেন ম্যারাডোনা। ওই গোলটিকে বলা হয় হ্যান্ড অফ গড। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ওই ম্যাচে জোড়া গোলসহ দারুণ পারফর্ম করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন প্রয়াত এই কিংবদন্তী। ম্যাচ শেষে ম্যারাডোনা হাত দিয়ে গোল করার কথা স্বীকার করে বলেছিলেন ওটা ছিল ঈশ্বরের হাত। এর আগে ম্যাচ খেলা কোনো জার্সির সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল ৫.৬৪ মিলিয়ন ইউএস ডলার। ২০১৯ সালে বাবে রুথের ১৯২৮-৩০ মৌসুমে পরা নিউইয়র্ক ইয়াঙ্কিসের জার্সিটি বিক্রি হয়েছিল এই দামে।