বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশে করোনা মোকাবিলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে
- আপডেট সময় : ০১:০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশে করোনা মোকাবিলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব স্বাস্থ্য দিবসে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আনা হয়েছে। করোনা বিস্তারের প্রথম দিকেই সমন্বিত ও কার্যকর কর্মসূচি হাতে নেয়ায় অনেকাংশে সফলতা এসেছে।ভাইরাসের টিকাদানে বিশ্বের প্রথম সারির ২০টি দেশের মধ্যে নাম রয়েছে বাংলাদেশের। শেখ হাসিনা আরও বলেন, মহামারি মোকাবিলায় এখন আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ, দক্ষ, প্রশিক্ষিত ও সাহসী বাংলাদেশ।করোনা মহামারি সফলভাবে মোকাবিলা, সময়োপোযোগি যথাযথ পদক্ষেপ গ্রহণ, অর্থনীতি পুনরুদ্ধার এবং জীবনযাত্রার মান সচল রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ প্রণীত কোভিড-১৯ সহনশীল রেংকিংয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শীর্ষ ও বিশ্বে ২০তম স্থান অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের কারণে সারাবিশ্ব এখন একটি কঠিন সময় পার করছে। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য সুন্দর ও স্বাস্থ্যকর বিশ্ব গড়ি’।