বিশ্বের ১৩টি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত
- আপডেট সময় : ১২:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিশ্বের ১৩টি দেশে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগ সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশে গিয়েছিলেন। নতুন করে স্পেন, ব্রাজিল ও জাপানে ওমিক্রণ রোগী শনাক্ত হয়েছে।
স্পেনে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটির মাদ্রিদে গ্রেগোরিও মারানিয়ন হাসপাতালে ওমিক্রন ভেরিয়েন্টের প্রথম কেস নিশ্চিত করেছে। একান্ন বছর বয়স্ক ওই ভদ্রলোক ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে স্পেনে ফিরেছেন বলে জানা যায়। এদিকে, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এবার শনাক্ত হলো করোনার নতুন ধরন অমিক্রন। দেশটিতে দুজনের শরীরে ধরনটির উপস্থিতি মিলেছে। দক্ষিণ আফ্রিকার এক দম্পতি ২৩ নভেম্বর ব্রাজিলের সাও পাওলো শহরে যান। ফেরার আগে দুজনের আবার করোনা পরীক্ষা করা হয়। এ সময় তাঁদের শরীরে অমিক্রন শনাক্ত হয়। করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হিসেবে প্রথম একজন রোগী পাওয়ার তথ্য নিশ্চিত করেছে জাপান। দেশটিতে এক ব্যক্তির শরীরে করোনার এই ধরন পাওয়া গেছে।