বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে

- আপডেট সময় : ১২:৩৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন দেশের সরকারি হিসেবে, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লাখ। এর মধ্যে ৮৮ হাজার জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১০ হাজার। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ হাজার। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ৬ হাজার জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে সাড়ে ৪ লাখ। এদিকে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছে দেড় হাজার। যা এখন পর্যন্ত একদিনে দেশটিতে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ১০ হাজার। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৬৯ জন। তাদের মধ্যে ৭২ হাজার ৩৭৩ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৭ হাজার ১৩১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছে। সংক্রমণ ঠেকাতে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিকে লকডাউন ঘোষণা করে মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে ফরাসি সরকার।