বিশ্বে মহামারী করোনাভাইরাসে ২ লাখ ৪৮ হাজার ২৮৬ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মহামারী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না কিছুতেই। লাশের সারি দীর্ঘ হচ্ছে। বিশ্বের যেদিকে চোখ যায়, সেদিকেই শুধু লাশ আর লাশ। ইতিমধ্যে মরণব্যাধিতে ২ লাখ ৪৮ হাজার ২৮৬ জন মারা গেছেন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩৫ লাখ ৬৫ হাজার ১১০ জন। তাদের মধ্যে ২১ লাখ ৬২ হাজার ৯৪৭ জন চিকিৎসাধীন এবং ৫০ হাজার ৪১ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৫৩ হাজার ৯২২ জন সুস্থ হয়ে উঠেছেন এবং গেছেন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে; ৬৭ হাজারের বেশি মানুষ।