বিশ্ব অর্থনীতির প্রভাব মোকাবিলায় ৩ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে করণীয় ঠিক করার নির্দেশ
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০৭:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
করোনার আঘাত ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বিশ্ব অর্থনীতির প্রভাব বাংলাদেশেও পড়ছে। পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে দু’য়েক দিনের মধ্যে বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, চাপ মোকাবিলায় অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে একসঙ্গে বসে করণীয় ঠিক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচিব জানান, সভায় দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। জুনের তৃতীয় সপ্তাহে যান চলাচলের জন্য সেতু খুলে দেয়া হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।