বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশের উন্নয়ন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা করোনা মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তুলে ধরেন।
স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করোনা মহামারী কালেও যথারীতি চলছে একাদশ সংসদের শীতকালীন অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।
এই মহামারী সত্ত্বেও সরকারের বিভিন্ন পদক্ষেপে পুঁজি বাজারের সূচক বেড়েছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, করোনার প্রার্দুভাবের আগেই বাংলাদেশের অর্থনীতির এক অনন্য উচ্চতায় উঠেছে।
অপরাজনীতি বাদ দিয়ে বিএনপিকে বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনা ও নির্বাচনী গণতান্ত্রিক ধারায় সক্রিয় হবার আহ্বান জানান সরকার দলীয় হুইপ। করোনা মোকাবিলায় সরকারের ভুমিকায় আন্তর্জাতিক মহলের প্রশংসার কথা তুলে ধরেন সরকার দলের সাংসদরা।
উন্নয়নের ধারা বজায় রাখতে আইনের শাসন প্রতিষ্ঠায় আরো গুরুত্ব দেয়ার তাগিদ দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।