আজ শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ
- আপডেট সময় : ১২:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
আজ শুরু হচ্ছে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ। এদিকে, সেপ্টেম্বর মাসে পণ্য রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৩১ বিলিয়ন ডলার। অতীতের সব রেকর্ড ভেঙে গেছে খেলাপি ঋণের বেলায়। দেশে ডলারের সংকট যখন চরমে তখন ধস নেমেছে প্রবাসী আয়ে। ডলার নিয়ে কারসাজির অভিযোগে ১০টি ব্যাংককে জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
৮ অক্টোবর শেষ হবে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে বিকালে সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করা হবে। এদিকে, শেয়ারবাজারে দরপতন যেন থামছেই না। রোববার ডিএসইর ১২০টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে মূল্যসূচক কমেছে ১৯ পয়েন্ট।
এবছরের রপ্তানি আয় গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ১০ দশমিক ৩৭ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো পণ্য রপ্তানির এ হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
দেশে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখন ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, তিন মাসের ব্যবধানে বেড়েছে ২৪ হাজার ৪১৯ কোটি টাকা। বিশেষ সুবিধা আর ছাড় দেয়ার পরও কমছে না খেলাপিঋণ।
সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা। এটি গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।
বেসরকারি খাতের ১০ ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে আমদানিকারকের কাছে ডলার বিক্রির অপরাধে তাদের এই জরিমানা করা হয়।